অন্যান্য

আমঝুপিতে শ্যালককে পিটিয়ে জখম করলো দুলাভাই

By মেহেরপুর নিউজ

August 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ আগষ্ট: 

বোনকে নির্যাতন করার প্রতিবাদ করাই শ্যালক হিরককে কে পিটিয়ে জখম করেছে দুলাভাই জিয়া।মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষশর্শীরা জানান, মঙ্গলবার বিকাল ৬ টার দিকে গাড়াডোব গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে হিরক তার দুলাভাই আমঝুপি বাজারের ভাংড়ি ব্যবসায়ী জিয়ার কাছে এসে তার বোন কে নির্যাতন করার কারন জানতে চাই। এ সময় কথাকাটাকাটির এক পযর্য়ে জিয়া ক্ষিত্প্ত হয়ে জিয়াই পাইপ দিয়ে হিরকের মাথায় মাথায় আঘাত করে।এতে হিরক রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে তুলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।