মেহেরপুর নিউজ, ৩১ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয়ে প্রাকটিক্যাল ক্লাসের অংশ হিসেবে বীজ খামার পরিদর্শন করানো হয়েছে।
রবিবার সকালে আমঝুপি ডাল ও তৈল বীজ খামারে এ পরিদর্শনের আয়োজন করা হয়। আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ আহমেদের নেতৃত্বে ৯ম শ্রেণীর ২৪ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নেয়। এসময় ডাল ও তৈল বীজ খামার উপসহকারি পরিচালক আবু তাহের সরদার তাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করেন।