মেহেরপুর নিউজ,০৩ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফরমান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে আমঝুপি আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে মেহেরপুর সদর থানা পুলিশের একটি চৌকষ দল মরদেহে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিবুল আলম সালাম গ্রহণ করেন। সদর থানার ওসির তদন্ত তরিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া জানাযায এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেণ।