বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে বিএনপির কর্মী সভা

By মেহেরপুর নিউজ

February 19, 2025

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সক্ষমতা অর্জনের প্রত্যয়ে কর্মী সভার আয়োজন করা হয়।

বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির সদস্য এম এ কে খাইরুল বাশারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.কামরুল হাসান,যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম,ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি।হাসিবুজ্জামান স্বপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য রোমানা আহমেদ।এর আগে সেখানে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।