বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে বলাৎকারের অভিযোগ একজনকে গণপিটুনি

By Meherpur News

April 23, 2025

মেহেরপুর নিউজঃ

শিশুকে (১৩) বলাৎকার করার অভিযোগে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গোলাম মোস্তফাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এ ঘটনা ঘটে। আহত গোলাম মোস্তফা মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের নৈশো প্রহরী ও আমঝুপি শেখ পাড়ার রমজান আলির ছেলে।

জানা গেছে গত মঙ্গলবার গোলাম মোস্তফা তার প্রতিবেশী বিপ্লব খান বাবুর ১৩ বছর বয়সী এক শিশুকে দাওয়াত খাওয়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যাই। পরে আমঝুপি আলিম মাদ্রাসার পিছনের একটি বাগানে তাকে বলাৎকার করে। ঘটনাটি বুধবার সন্ধ্যার দিকে ওই শিশু তার পরিবারের সদস্যদের জানানোর পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফার বাড়ি গিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।

পরে মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশের একটি দল গোলাম মোস্তফাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার অফিসার ইনচার্য শেখ মেজবাহ উদ্দিন মেহেরপুর নিউজকে জানান।