মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফার স্মরণে মেহেরপুরের আমঝুপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে আমঝুপি গন্ধরাজপুর পাড়ায়(বটতলা মোড়)এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু,সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপন।ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা.মোঃ খায়রুজ্জামান পিনু ,ডা. মোহাম্মদ আনিসুর রহমান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।