এক্সক্লুসিভ:
শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি সংলগ্ন কাজলা নদ পূন:খননের পর রহস্যজনকভাবে মাটি ফুলে ফেঁপে উঠেছে। ওই দৃশ্য দেখতে শতশত মানুষ উৎসুক জনতা সেখানে ভীড় জমাচ্ছে। জানা গেছে, কয়েকদিন পূর্বে কুঠিবাড়ি সংলগ্ন কাজলা নদের পশ্চিম পাশে থেকে ড্রেজার মেশিন দিয়ে পূন:খননের কাজ শুরু করা হয়। প্রায় ১’শ মিটার লম্বা খনন কাজ শেষ হওয়ার পর ড্রেজার মেশিনি ওকেজো হয়ে পড়ে। তার পর থেকেই খনন করা অংশের উত্তরপাশে প্রায় ১’শ গজ এলাকা জুড়ে মাটি ফুলে ফেঁপে উচ হতে থাকে। হঠাৎ করে চর জাগার মত ওই অংশে ফুলে ফেঁপে ওঠায় মানুষ জনের মধ্যে রহস্যর জন্ম নেয়। এ খবর প্রচার হওয়ার পর থেকেই আশেপাশের শতশত মানুষ ওই দৃশ্য সেখানে ভিড় জমাচ্ছে । ড্রেজারের হেলপার স্বাধীন জানান ,হঠাৎ করেই ড্রেজার মেষি
নটি অকেজো হয়ে পড়ায় কাজ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে গিয়ে দেখি সেখানকার অনেক এলাকা জুড়ে মাটি উচ হয়ে পড়ছে।পড়ে এলাকার লোকজনকে খবর দিলে এখানে মানুষের ভিড় জমতে থাকে। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রচন্ড গরমের কারনে এমন হওয়ার সম্ভাবনা রয়েছে্ ।