কালীগঞ্জ, মোঃ আব্দুর রহমান:
মাস্ক ছারা ঘুরছে আবার
শহর গ্রামের লোক,
চারিদিকে চলছে যদিও
করনারি শোক।
এই বাঙালী বুঝবে কবে
নিজের ভাল বল,
এতো মরেও তাঁদের মাঝে
নেইগো তাহার ফল।
হাত ধুয়াটা যাচ্ছি ভুলে
অামরা আবার আজ,
সবাই এখন ব্যস্ত মানুষ
হাতে শুধু কাজ।
ভুলে গেছে গরম পানি
লেবু খাওয়ার নাম,
বিনা কাজে অনেক মানুষ
ঘুরছে ডানে বাম।
হাজার কেদে কাজ হবেনা
করলে অাবার ভুল,
বাঁচলে নিজেএই দুনিয়ায়
হবে চলার কুল।