সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে দিনের বেলায় তীব্র গরম আর গভীর রাতে মৃদু শীত বিরাজ করছে। এমন আবহাওয়ায় মানুষের রােগ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকগুলােতে রােগীর সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত কয়েক মাস যাবত এমন অবস্থা বিরাজ করছে।
সরজমিনে দেখা গেছে,রবিবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রােগীর দীর্ঘ লাইন। আর এসব রােগীর অধিকাংশই নারী ও শিশু।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মারুফ আহমেদ জানান,অস্বাভাবিক আবহাওয়ার কারণেই রােগের প্রকােপ দেখা দিচ্ছে। দিনের ভাগে প্রচন্ড গরম আর রাতের ভাগে মৃদ শীত। এই ধরণের আবহাওয়ায় রােগ দেখা দেয় বেশি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে,সেই চিকিৎসা নিলে,এসব রােগ নিরাময় হবে আশা করা যায়।