মেহেরপুর নিউজ,২৮ মে:
মেহেরপুর সদর উপজেলার রাইপুর স্কুল পাড়ায় বিশাল আকৃতির ইলেকট্রিক্যাল ডিভাইস যুক্ত একটি বোমার সন্ধান পাওয়া গেছে।
গত শনিবার রাত ১০ টার দিকে স্থানীয়রা তারাবি নামায শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি আলো জ্বলতে দেখে তারা পুুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় স্থানীয় লোকজন নামায পড়ে বাড়ি ফেরার সময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আঙ্গও হোসেনের বাড়ির সামেন লাল কসটেপ দিয়ে মোড়ানো ইলেকট্রিক্যাল ডিভাইসযুক্ক এবটি বোমাটি দেখে পুলিশকে খবর দেয়। বোমাটিতে একটি সিগন্যাল বাল্ব জ্বলছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় বোমাটিতে পানি ঢাললে সিগন্যাল বাল্বটি বন্ধ হয়ে যায়। পরে বোমাটির চারিদিকে বালুর বস্তা দিয়ে ঘিওে দেওয়া হয়েছে। পরে র্যাবের খুলনা আঞ্চলিক কার্যালয়ের বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়।
এদিকে, রবিবার সকালে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিবসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে খুলনা র্যাবের বোম ডিস্পোজাল টিমের ডিএডি গোলাম মোস্তাফার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছায়। এসময় তারা বোমাটি পরীক্ষা নিরিক্ষা করে তার ছবিসহ প্রাথমিক প্রতিবেদন র্যাবের প্রধান কার্যালয় ও খুলনার বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছেন। প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় র্যাবের ওই দলটি সেখানে অবস্থান করেন। তাদের সাথে থাকা বোম স্ক্যান করা এক্সওে মেশিনটি বিকল হয়ে যাওয়ায় তারা প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের জন্য সময় কাটাতে থাকে। ফওে প্রধান কার্যালয় থেকে জানানো হয় স্ক্যানিং ছাড়া বোমাটি ডিস্পোজাল করা যাবে না। ওই সিদ্ধান্ত মোতাবেক ওই দলটি খুলনায় ফিরে যান কার্যকর এক্সরে মেশিন নিয়ে আসার জন্য। আগামী কাল সকালে তারা পুনরায় বোমাটি পরীক্ষা নিরীক্ষার পর ডিস্পোজাল করবেন বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, র্যাবের বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌছানোর পর পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন পাঠিয়েছেন তাকে স্পষ্ট না হওয়ায় এক্সওে মেশিন দিয়ে স্ক্যান কওে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। তাই রবিবার সকালে পুনরায় বোমাটি ডিস্পোজালের কাজ শুরু হবে। ততক্ষন পর্যন্ত এলাকার মানুষের নিরাপত্তা প্রদানে পুলিশ মোতায়েন থাকবে।
কি কারণে বা কারা বোমাটি এখানে রেখে গেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি । তবে বিষযটি গুরত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
বিশাল আকৃতির এ বোমাটিকে ঘিরে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে কি কারণে বোমাটি এখারে রেখে যাওয়া হয়েছে তার কোন হিসেব মেলাতে পারছে না এলাকাবাসী।