মেহেরপুর নিউজ, ১০ মার্চ:
২০৩০ এর অঙ্গিকার, নারী পুরুষের সমতার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে আন্তর্জতিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কন্যশিশু এডভোকেসি ফোরাম ও কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজে হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালের কন্ঠ শুভ সংঘের মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ একরামুল আজীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় কন্যশিশু এডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম। শুভ সংঘের সাধারণ সম্পাদক মুজাহিদ মুন্নার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালের কন্ঠর মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন।
এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজে অধ্যক্ষ আক্তারুজ্জামান, সাংবাদিক মিজানুর রহমান, জুলফিকার আলী কানন, শুভ সংঘের সদস্য জান্নাতুল ফেরদৌস পিয়াঙ্কা, আফসানা বিশ্বাস তিথি সেখানে উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের ছাত্রীর মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শামীম সুলতানা প্রথম, অনামিকা রানী ঘোষ দ্বিতীয় এবং সেজুতি ৩য় স্থান অধিকার করেন। কুইজ শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।