মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যাবস্হাপক মোঃ তৌহিদুল আলম, ইসলামি ব্যাংক পিএলসি মেহেরপুর শাখার শাখা প্রধান মোঃ সেলিম রেজা,সিডিপি’র কো-অডিনেটর জন পি বিশ্বাস প্রমূখ। পরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ৩ জনের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।।
এতে প্রথম স্থান অধিকার করেন সিঙ্গাপুর প্রবাসীর শিমুল রহমান, দ্বিতীয় স্থান অধিকার করে ওমান প্রবাসী ও ওয়াসি উদ্দিন অপু এবং তৃতীয় স্থান অর্জন করেন সৌদি প্রবাসী আবুল কাশেম। এছাড়াও সর্বোচ্চ রেমিটেন্স আহরনের জন্য ইসলামী ব্যাংক মেহেরপুর শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।