মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস এক্সপ্রেসের উদ্যোগে আনন্দবাস প্রিমিয়ার লীগে বন্দর আগমনী ক্লাব জয়লাভ করেছে। রবিবার বিকালে আনন্দবাস মাঠে অনুষ্ঠিত খেলায় বন্দর আগমনী ক্লাব ২ উইকেটে চিৎলা একাদশকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে চিৎলা একাদশ ১১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। নাহিদ দলের পক্ষে ২১ রান করেন। বন্দর আগমনী ক্লাবের বাসিদ ৩টি, শাহিন আলম দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বন্দর আগমনী ক্লাব ১২.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । রনি দলের পক্ষে ২৪ রান করেন।
চিৎলার মেহেদী তিনটি, নুর আলম দুটি উইকেট লাভ করেন। খেলায় বিজয়ী দলের রনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। রনি আলম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।