বর্তমান পরিপ্রেক্ষিত

আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেটে লীগে কোমরপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

November 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস এক্সপ্রেস এর উদ্যোগে আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেটে লীগে কোমরপুর একাদশ জয়লাভ করেছে। শনিবার বিকালে আনন্দবাস মাঠে অনুষ্ঠিত খেলায় কোমরপুর একাদশ ৮ রানে শালিকা একাদশকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে কোমরপুর একাদশ ১১ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু ২৫,টুয়েল ১৯ রান করেন। শালিকার পক্ষে শাকিল ও শামিম ২টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শালিকা ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান করে । দলের পক্ষে লিটিল ২২, টোটন ১৬ রান করেন। কোমরপুর একাদশের শোয়েব ও বিপ্লব দুটি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের রাজু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ক্রিকেটার শিশির ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।