দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী ফরহাদ হোসেনের পক্ষে আনন্দ মিছিল চলাকালীন সময় মিছিলের উপর অতর্কিত হামলায় সাবেক ইউপি সদস্য সহ কমপক্ষে ৩০ জানা আহত হয়েছেন।
আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্যকে ঢাকায় রেকর্ড করা হয়েছে। বাকিদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বিপুল ভোটে জয়লাভ করার পর সোমবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে একটি আনন্দ মিছিল বের করা হয়। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন আনন্দ মিছিলের উদ্বোধন করার পর সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলী মেনতার নেতৃত্বে বিশাল মিছিলটি আনন্দবাস গ্রাম প্রদক্ষিণ করে। মিছিলটি মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের অনুসারী জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জিয়া উদ্দিনের উপস্থিতিতে তার লোক বিজয় মিছিলের উপর হামলা চালায়।
অতর্কিত হামলায় নৌকার সমর্থক সাবেক ইউপি সদস্য আনন্দবাস গ্রামের কেয়ামত আলীর ছেলে ফেরদৌস আলী মেনতা,সিরাজুল ইসলামের ছেলে হাসিবুল (১৪),খোদা বক্সের ছেলে টুকু (৫০),মজনুর ছেলে আকাশ (২৪),ফজলু মোল্লার ছেলে আব্দুল হালিম (৩৫), আলতাব হোসেনের ছেলে অন্তর (১৮),জিরিত মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৪৫),ওসমান আলীর ছেলে হায়াত আলী (৪৫),নঈম উদ্দিন মোল্লা ছেলে মাসুম (৩৫),পটল মোল্লা ছেলে নাহিদ (৩৪),ইসমাইল হোসেনের ছেলে রাহিদুল(৩২),পটল বিশ্বাসের ছেলের রাশিদুল (৩২),আলাউদ্দিনের ছেলে আজিজুল (৩৫),ওয়াজ করনির ছেলে পিয়াস (২৫),হাবিবুর রহমানের ছেলে আশিক (২০),মাসুম বিল্লাহ ছেলে মাহফুজ (১৫)ময়না বিশ্বাসের ছেলে রানা হামিদ (৩০),পটল বিশ্বাসের ছেলে শহিদুলসহ (৩৭) কমপক্ষে ৩০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অনেককে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলী মেনতার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেকর্ড করা হয়। ঘটনার পর পরই সেখানে মুজিবনগর এবং মেহেরপুর থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সময় একাধিক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে বলেও জানা গেছে।