মেহেরপুর নিউজ, ০৭ ডিসেম্বর:
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেছেন, মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে রাখা বস্তুাটি (ডিভাইস) বোমা নয়, এটি বোমাসদৃশ্য বস্তু। জনমনে আতংক সৃষ্টির জন্যই একটি মহল এঘটনা ঘটিয়েছে। বোমা দুটির নিষ্ক্রিয় করার পর আজ শনিবার দুপুরে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বস্তুটির সাথে থাকা আলকায়দা লেখা চিরকুট সম্পর্কে বলেন, মেহেরপুরে আলকায়েদার কোন অস্তিত্ব নেই। তবুও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। বস্তুটি বোমা নয়, এটি ছিল বালু ভর্তি একটি ডিভাইস। আতংক সৃষ্টিই মুল উদ্দেশ্য
তিনি বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিট তথ্য ও আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। এছাড়াও মেহেরপুর পুলিশ আলামত সংগ্রহ করেছে। তিনি বলেন, মেহেরপুর পুলিশ বিষয়টি তদন্ত করছে। আশাকরছি, অচিরেই এই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
পুলিশ সুপার এস এম মুরাদ আলী, এই বিষয়ে মেহেরপুরের জনগণকে চিন্তিত না হয়ে সতর্ক থাকারও পরামর্শও দেন।