মেহেরপুর নিউজ :
আজ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নির্বাচন।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৯ হাজার ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৩৫৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৬৮৪ জন। পিরোজপুর ইউনিয়নে পুরুষ ভোটারের চেয়ে ৩৩১জন মহিলা ভোটার বেশি। মোট ভোটারের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে রয়েছে ২ হাজার ৩৫১ জন।২ নাম্বার ওয়ার্ডে ২ হাজার ১৪৫ জন।৩ নং ওয়ার্ডে ১ হাজার ৯০২ জন।৪ নং ওয়ার্ডে ২ হাজার ৭৯৯ জন।৫ নং ওয়ার্ডে ২ হাজার ৩৯২ জন। ৬ নং ওয়ার্ডে ১ হাজার ৯১২ জন। ৭ নং ওয়ার্ডে ১ হাজার ৮৫২ জন। ৮ নং ওয়ার্ডে ১ হাজার ৮২৫ এবং ৯ নং ওয়ার্ডে ১ হাজার ৮৫৯ জন ভোটার রয়েছে।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে মোট ১০ টি কেন্দ্রে ৬২ টি কক্ষে ভোট গ্রহণ চলবে।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (নৌকা), আব্দুস সালাম( আনারস) ও আবু বক্কর সিদ্দিক(হাতপাখা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
চেয়ারম্যানের পাশাপাশি পিরোজপুর ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১ নং ওয়ার্ডে রাহেলা(তালগাছ) , ময়না(বক) , শাহিনুর(সূর্যমুখী ফুল) । ২ নং ওয়ার্ডে স্বপ্না(হেলিকপ্টার) , মেমেদা(তালগাছ) , শাজেদা(সূর্যমুখী ফুল) , আশানুরি(বই) , নাজেরা(বক) , সালমা(মাইক) । ৩ নং ওয়ার্ডে বৃষ্টি(বক) , আমেনা(মাইক) , হালিমা (হেলিকপ্টার) , আল্লাদী(তালগাছ) , পারভীনা (বই) প্রতিক লাভ করছেন। এদিকে পিরোজপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে কায়েম আলী(টিউবওয়েল) ,শাহজাহান আলী (তালা) , বাবলু মিয়া(ফুটবল) , আনারুল ইসলাম(মোরগ) । ২ নাম্বার ওয়ার্ডে কাবুল মন্ডল(ফুটবল) , মন্টু বিশ্বাস(তালা) , কালু মিয়া(টিউবওয়েল) , শাহিদুল ইসলাম(মোরগ) , ইমাদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) । ৩ নং ওয়ার্ডে রাহিদুল(মোরগ) , হাসান মুস্তাফিজুর রহমান(টিউবওয়েল) ,লালন বিশ্বাস(ফুটবল) । ৪নং ওয়ার্ডে অহিদুর রহমান ডাবলু(ফুটবল) , রাজু আহমেদ (মোরগ) ও আদম আলী (টিউবওয়েল)। ৫ নং ওয়ার্ডে মেজবাউল হক(মোরগ) ,মারুফুল হোসেন(ফুটবল) , ইকবাল এনামুল কবীর(টিউবওয়েল) । ৬ নং ওয়ার্ডে আসাদুল(ফুটবল) , ও আসাদুল হক(মোরগ) । ৭ নং ওয়ার্ডে মামলত(ভ্যান গাড়ি) ,হামিদুল(টিউবওয়েল) , জামাত (আপেল) , ইস্কান্দার(মোরগ) , সফের(ফুটবল) , আরজান(তালা) , ফজলুর রহমান(বৈদ্যুতিক পাখা)। ৮ নং ওয়ার্ডে আনোয়ারুল(ফুটবল) , জিয়ারুল(মোরগ) । ৯ নম্বর ওয়ার্ডে রাফিজ আলী(মোরগ) , আলমগীর(ভ্যান গাড়ি) , সফের আলী(বৈদ্যুতিক পাখা) , আজিজুল(ফুটবল) , আসাদুজ্জামান(টিউবওয়েল) , তহিদুল ইসলাম(তালা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।