মেহেরপুর নিউজঃ
আজ রোভার দিবস। ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগান সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়।
রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোভার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে প্রতি বছর মেহেরপুর সহ সারাদেশে দিবসটি পালন করা হয়ে থাকে। এদিকে রোভার দিবস দিবস উপলক্ষে আজ মেহেরপুরে দিবসটি পালন করা হবে।