ইয়াদুল মোমিন: আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে থাক তব ভুবনের ধুলিমাখা চরণে মথা নত করে রব, বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে। “আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,/ এত বাঁশি বাজে, এত পাখি গায়,/… রবিন্দ্রনাথের উচ্ছাস মিলিয়ে, শীত বুড়ির বিদায় ঘণ্টায় প্রকৃতিতে এখন বসন্তের দোল। দখিনা হাওয়া। শুকনো পাতার নূপুরের নিক্কন। গাছে গাছে আলোঝরা কচি পাতার উঁকি। নীলাকাশে সাদা মেঘ, আমের বনে মুকুলের মৌ মৌ গন্ধ, মৌমাছিদের গুঞ্জরণ। কোকিলের কুহুতান আর শিমুল-পলাশের ডালে আগুন রঙের খেলা। বসন্ত এসে গেছে…. আজ ফুল ফুটবেই। আগুন রাঙানো শিমুল পলাশ বলে বসন্ত এসে গেছে।
বসন্তকে স্বাগত জানিয়ে নজরুল লিখেছে, “বসন্ত এলো এলো এলোরে/পঞ্চম স্বরে কোকিল কুহুরে/মুহু মুহু কুহু কুহু তানে/ মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে/ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে/…”
চিরায়ত সুন্দর ভালোবাসা আর নব যৌবনের প্রতীক এই বসন্তকে স্বাগত জানাতে সারা দেশে তরুণ-তরুণী, কবি সাহিত্যিকরা খুছে ফিরবে তাদের বাসন্তীর রঙ। বাসন্তী রঙে নিজেদের সাজিয়ে ফাগুনের আগুনে উচ্ছ্বলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি। হরেক ফুলের রঙে বসন্ত সাজলেও এ ঋতুকে বরণে গাঁদা ফুলের রঙের পোশাকে নিজেদের সাজাবে তরুণ-তরুণীরা। বাহারি ফুলের মালাও শোভা পাবে তরুণীদের মাথায়।