মেহেরপুর নিউজ, ০৯ জানুয়ারী: বে-সরকারী স্যাটেলাইন টেলিভিশন এটিএন নিউজ”র তরুণ উদ্যেক্তা ও সংগঠকদের নিয়ে জনপ্রিয় টকশো ইয়াং নাইটে অংশ নিচ্ছেন মেহেরপুরের তরুণ সংগঠক মেহেরপুরের সাড়া জাগানো মাদক বিরোধী সংগঠন “জাগো মেহেরপুর”র মুখোপাত্র শোয়েব রহমান। আজ দিবাগত রাত ১.১৫ মিনিটে থেকে ২.০০ পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরী সম্প্রচার কর করা হবে। জাগো মেহেরপুরের সংগঠক শোয়ব রহমান মেহেরপুর নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুরের তরুণ সংগঠনের টকশোতে কথা বলায় তাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুর নিউজজের পক্ষ খেকে টকশোটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।