এস.এম. মোস্তাফিজুর রহমান
========================
মাথায় আমার শিং দেখা যায়
আমি কি আর মানুষ না,
হাওয়া দিলেই বেলুন ফোলে
আমি কিন্তু ফানুস না।
রাতের বেলায় চাঁদ দেখা যায়
দিনের বেলায় থাকে না,
গরম কালে রাত দুপুরে
খেঁকশিয়াল তো ডাকে না।
রাত জেগে কেউ থাকলে বলো
থাকবে কি তাঁর ঘুমের ঘোর ?
বর্ষা এলেই ব্যাঙের গলায়
কোত্থেকে হয় এমন জোর।
আমরা তো ভাই আজব মানুষ
আজব আজব চিন্তা যে,
শিং দেখে ভাই যায় কি চেনা
কোনটা আসল গরু যে।
কোনটা মানুষ, মানুষ না যে
যায় কি চেনা জিনিসে ?
বাঙালি ভাই গুজব পাগল
গুজব ছড়ায় নিমিষে।