এস এম মেহেরাব হোসেন:
আমাদের বাবা মা,আত্মীয় স্বজন সবাই চায় ছেলে বা মেয়ে চিকিৎসক, প্রকৌশলী হবে অথবা সরকারি চাকরি করুক। আচ্ছা পরিবার কি চায় সন্তান সবার আগে ভালো মানুষ হোক? আমাদের দেশে দুইদিন পর পরই ভিন্ন ইস্যু সামনে আসে। যা স্বপ্ন কে মনকে ভেঙে চুরমার করে দেয়।