মেহেরপুর নিউজ,০৫ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার রাজনগরে তিন বিঘা জমির পানের বরজ আগুনে পুগে ভষ্মিভুত হয়েছে। এতে আনুমানিক ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি কেউ। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজনগর মোল্লাপাড়ার মিয়ারুল ইসলাম, আহমদ আলী, আলফাজ হোসেন এরা তিন জন মিলে রাজনগর গ্রামের মাঠে একরামুল হকের তিন বিঘা জমি লীজ নিয়ে পান চাষ করে আসছিল। সপ্তাহ খানেক পর থেকে ওই পান বিক্রি করা যেত। এর আগেই শুক্রবার দুপুরে সেই বরজে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানের চেষ্টা করলে তার আগেই আগুনের লেলিহান শিখায় সমস্ত পান পুড়ে ভষ্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে আনুমানিক ৪ লক্ষাধীক টাকা পান পুড়েছে বলে দাবি স্থানীয়রা। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোনো কেউ কোনো অভিযোগ করেননি। মাঠে শ্রমিকদের ফেলে দেয়া সিগারেরটের বাকি অংশ থেকেও আগুন লাগতে পারে বলে তিনি ধারণা করছেন।