মেহেরপুর নিউজঃ
আগামী ৩ মে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি মিলনায়তনে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন পরিচালনা কারির দায়িত্ব নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ১১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৩ এপ্রিল খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দাখিল, ১৪ এপ্রিল খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তিকৃত দাখিলের নিষ্পত্তি, ১৫ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৬ এপ্রিল মনোনয়নপত্র বিক্রি, ১৭ এপ্রিল মনোনয়নপত্র জমা এবং একই দিনে মনোনয়নপত্র বাছাই, ১৮ এপ্রিল মনোনয়ন পত্র বাছায় আপত্তি এবং একই দিনে মনোনয়নপত্র বাছায় নিষ্পত্তি, ১৯ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ, ২০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২১ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ৩ মে সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার সময় নির্বাচন পরিচালনাকারী কমিটির কমিশনার অ্যাডভোকেট মোখলেসুর রহমান খান স্বপন,সাইদুল রাজ্জাক সেখানে উপস্থিত ছিলেন।