মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে আগামী ১৫ই জানুয়ারি মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২য় মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হবে। এরই মাঝে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কে ঘিরে পিচ সহ আনুষঙ্গিক কাজ শুরু হয়ে গেছে।
১৫ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে। উদ্বোধনী দিনে প্রীতি ক্রিকেট খেলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি অনুষ্ঠিত হবে।
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর সফলভাবে শেষ করার পর দ্বিতীয় আসরকে আরো জাঁকজমকপূর্ণভাবে করার প্রস্তুতি চলছে।