মেহেরপুর নিউজ:
মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন নিম্ন আদালতের স্থগিতাদেশ ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করায় আগামী কাল সোমবার মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ এর নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন, সদস্য নুরুল আহমেদ ও মাহবুব চাঁদু স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মারফত জানা গেছে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা জজ আদালতে আপিল ৬/২০২২ আদেশের প্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
পরে ৮ মার্চ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন নিম্ন আদালতের স্থগিতাদেশ ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করলে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ এর নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন নির্বাচনের নতুন তারিখ ধার্য করেন এবং সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন পরিচালনা করার জন্য বিজ্ঞপ্তি প্রদান করেন। কমিটির সদস্য নুরুল আহমেদ জানান যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন নিম্ন আদালতের স্থগিত আদেশ ৩ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। সে কারণে আমরা তার আগেই নির্বাচনী কাজ সম্পন্ন করতে যাচ্ছে।