মেহেরপুর নিউজ,১৭ জুলাই:
শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী কাল যথাযথ মর্যাদা শান্তিপূর্ন পরিবেশে সারাদেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উৎসব পরিবারের সকল নিয়ে উদযাপন করতে রাজধানীসহ বিভিন্ন জেলাতে কর্মজীবনে থাকা মেহেরপুরের নানা শ্রেণী পেশার মানুষ নিজ জেলা মেহেরপুরে এসে পৌছেছে ।মেহেরপুরের সেই সকল মানুষদের জন্য মেহেরপুর নিউজের আয়োজন।
কোথায় কখন পড়বেন ঈদের নামায:
মেহেরপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় মেহেরপুরে পৌর ঈদগাহে, ২য় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটি পুরাতন ঈদগাহ ময়দানে, সকাল ৯টায় কোর্ট জামে মসজিদে, শহীদ সামসুজ্জোহা পার্কে আহলে হাদিস জাসায়াতের নামায সকাল সাড়ে ৭টায়( এখানে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে) , তাঁতীপাড়া দাখিল মাদ্রাসায় সকাল সোয়া ৮টায়, পুলিশ লাইনে সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯টায় পৌর ঈদগাহ ময়দানে মহিলা জামাত অনুষ্ঠিত হবে। খন্দকারপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় এবং আমঝুপি ঈদগাহ ময়দানে সকাল ৯টায় নামায অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহের পরিবর্তে মেহেরপুর বড়বাজার জামে মসজিদ( গড় মসজিদে) অনুষ্ঠিত হবে। এছাড়া নিজ নিজ ঈদগাহের নামায নিজ নিজ ঈদগাহে অথবা মসজিদে অনুষ্ঠিত হবে।