মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের গোয়াল ঘরে জন্ম নেওয়া প্রতিবন্ধীর সেই শিশুটিকে পারিবারিক আদালতের মাধ্যমে আবেদনকারী চারজনের যে কারো কাছে হস্তান্তর করা হবে।
বুধবার জানা যাবে ওই শিশুটির কার কাছে মানুষ হবে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা শিশু কল্যাণ বোর্ডের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী,জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, জেলা প্রভেশন অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।
গত ১৯ নভেম্বর অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী পাগলী আলমপুর গ্রামের আলেকের বাড়ির পাশে একটি গোয়াল ঘরে পুত্র সন্তানের জন্ম দেন। পরে সন্তানটি আলমপুর গ্রামের প্রবাসী শফিকুর রহমানের স্ত্রী রহিমা খাতুনের কাছে রাখার পর বিষয়টি জানাজানি হলে শ্যামপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সারবিনার তত্ত্বাবধানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।
এদিকে শিশুটির ব্যাপারে জেলা প্রশাসককে অবহিত করা হলে জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খান বাচ্চাটিকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার লক্ষ্যে তাকে মানুষ করার জন্য আবেদন পত্র আহ্বান করেন। সে প্রেক্ষিতে মোট ৪ ব্যক্তি শিশুটিকে নিজ দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করেন। যারা আবেদন করেছেন তারা হলেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল খালেক, আমঝুপি গ্রামের খায়রুল ইসলাম টুটুল, আলমপুর গ্রামের আলমপুর গ্রামের জাহিদুজ্জামান, আবুল হাসান।