মেহেরপুর নিউজ:
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা। মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি-মঙ্গল, বাংলাদেশের শান্তি এবং অগ্রগতি কামনার মধ্যদিয়ে মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে ।
শনিবার সকাল ১১ টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। ৩ দিনের এ আঞ্চলিক ইজতেমায় মেহেরপুর জেলা সহ বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের শীর্ষস্থানীয় মুরুব্বি মো, আনোয়ার হোসেন ।
এ আঞ্চলিক ইজতেমা থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকাতে ২৩ টি জামায়াত দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য নিয়ত করেন। এর মধ্যে ৩টি জামাত রয়েছে যারা বিদেশে যাবে। একই সাথে ছাত্রদের ৩টি জামাত রয়েছে।