মেহেরপুর নিউজ :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে (জুমের মাধ্যমে) আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম,আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আব্দুল মান্নান, আওমীলীগ নেতা ইব্রাহিম শাহীন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান খোকন,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন আসিফ প্রমূখ। আলোচনা সভায় সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আক্কাস আলী।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর আগে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম,আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের নেতৃত্বে র্যালীটি শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান খোকন,শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, নবনির্বাচিত পৌর কাউন্সিলর রোকসানা কামাল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি,কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন আদিব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।