মেহেরপুর নিউজ,১২ফেব্রুয়ারি:
সকল ভেদাভেদ ভুলে মাদকমুক্ত, সুন্দর ও স্বপ্নিল একটি মেহেরপুর গড়ার আহবানে সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে জাগো মেহেরপুর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাগো মেহেরপুরের অন্যতম সংগঠক পলাশের নেতৃত্বে জাগো মেহেরপুরের একটি টিম আলহাজ্ব গোলাম রসুলের কার্যালয়ে উপস্থিত হয়ে তার হাতে এ ক্রেষ্ট তুলে দেন। এ সময় জাগো মেহেরপুরের সংগঠক আলিম উদ্দিন,আলতাফ হোসেন,জাব্বার ,কানন, মারুফ, অভি, আনোয়ার, শাকিল, মনির, আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় গোলাম রসুল মাদক মুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে জাগো মেহেরপুরের আন্দোলনে সহযোগীতা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে সংগঠনটি পর্যায়ক্রমে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলীকেও সম্মাননা ক্রেষ্ট প্রদান করে।