নির্বাচন

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিটনের সমর্থনে পথসভা

By মেহেরপুর নিউজ

June 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের পিয়াদা পাড়া মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, নুরুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, জুয়েল প্রমূখ।