নির্বাচন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ফরহাদ হোসেন গণসংযোগ

By মেহেরপুর নিউজ

December 24, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে ফরহাদ হোসেন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন,মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ তার সাথে ছিলেন।