মেহেরপুর নিউজ:
শান্তিপূর্ণভাবে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন বেসরকারিভাবে আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২৫ হাজার ৪০ জন ভোটারের মন জয় করতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। আমদহ ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০ হাজার ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১৪ টি ভোট বাতিল হয়ে যায়।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম ৬ হাজার ৯২৪ ভোট এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম ৭৫০ ভোট পান। রাতে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। সদর উপজেলা নির্বাচন অফিসার ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনাকারীর দায়িত্ব নিয়োজিত রিটার্নিং অফিসার দোলন কান্তি চক্রবর্তী ফলাফল ঘোষণা করেন।