মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজামানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে সদর উপজেলার গোভীপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলী রেজার সভাপতিত্বে গোভিপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শাহজামান,মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আলাম, শাহনেওয়াজ আলী, সাদিকুল ইসলাম, ইদ্রিস আলী,আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ওমেদিন আলী,আবেদ আলী,চাঁদ আলী,সেলিম খাঁন,আবুল বাশার,সফিউদ্দীন