নির্বাচন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

December 29, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা, বাড়িবাঁকা, বুড়িপোতা, হরিরামপুর, কামদেবপুর ফতেপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে ফরহাদ হোসেন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান তার সাথে ছিলেন।