মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার দুফুর থেকে রাত পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকোনা, মানিকনগর আনন্দবাসসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে ফরহাদ হোসেন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, প্রধান শিক্ষক শাশ্বত নিপুন চক্রবর্তী তার সাথে ছিলেন।