মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে সদর উপজেলার আশরাফ পুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। যুব মহিলা লীগ নেত্রী মমতাজ খাতুনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।