আইন-আদালত

আইনি সহায়তা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় – – জেলা জজ রবিউল হাসান

By মেহেরপুর নিউজ

September 29, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর: মেহেরপুরের জেলা ও দায়রা জজ রবিউল হাসান বলেছেন, আইনি সহায়তা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, মানুষ এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাদের শ্রদ্ধার মর্যাদা দিতে হবে।

সোমবার বিকালে মেহেরপুর জেলা জজ কোর্ট মিলনায়তনে জেলা আইনগত সহায়তা কমিটির এক সভায় সভাপতির বক্তব্য মেহেরপুরের জেলা ও দায়রা জজ রবিউল হাসান ওই কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোলক চন্দ্র বিশ্বাস, সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক, সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার ফারুক ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, পিপি অ্যাড. পল্লব ভট্রাচার্য, জিপি শাজাহান আলী, জেলা আইনজীবি সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক কামরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম, জেলা এনজিও সমিতির সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন প্রমুখ।