টপ নিউজ

অর্থাভাবে মেরামত হয়নি খোকসার ডাক্তার মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

By মেহেরপুর নিউজ

June 07, 2020

মেহেরপুর নিিউজ:

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়া মেহেরপুর সদর উপজেলার খোকসা ডাক্তার মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করা যায়নি। অর্থাভাবের কারণে বিদ্যালয়টি এখন পর্যন্ত পাটের জমিতে ভেঙে পড়ে রয়েছে।

চলতি সালের গোড়ার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদচুন্নুর ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার খোকসা গ্রামের মাঠে ডাক্তার মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শুরু করা হয়। দুই শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যালয় শুরু করার পর সম্প্রতি ঘূর্ণিঝড় এর ফলে বিদ্যালয়টি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।

করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় ছুটি থাকায় এমনিতে ক্লাস নেওয়া বন্ধ রয়েছে। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ বিদ্যালয় খোলা চিন্তাভাবনা থাকলেও বিদ্যালয়টি মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি।

জানা গেছে অর্থাভাবের কারণে বিদ্যালয়টি সংস্কার কাজ শুরু করতে পারছে না। বিদ্যালয় সংস্কারের জন্য সরকারের পাশাপাশি দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য এলাকাবাসীর জোর আবেদন জানিয়েছেন