বর্তমান পরিপ্রেক্ষিত

অরণি থিয়েটারের নাটক “সমাপ্ত শেষ নয়” মঞ্চস্থ

By মেহেরপুর নিউজ

November 25, 2022

মেহেরপুর নিউজ:

মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারা বিশ্বের ৩৫০টি নাট্য দলের পরিবেশন। স্বল্প ব্যয় নতুন স্থানে নতুন নাটক এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় মেহেরপুর অরণি থিয়েটারের পরিবেশনায়  মঞ্চস্থ হলো নাটক “সমাপ্ত শেষ নয়”।

মেহেরপুর অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের পরিচালনা ও প্রযোজনা এ নাটক মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শাশ্বত নিপ্পন, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাধারণ সম্পাদক আতিক স্বপন সহ অরণি থিয়েটারের সদস্য ও শুভাকাংখী গন।