মোঃ আব্দুর রহমান (পিয়ার):
=========================
একুশ তারিখ ভোরে আমি, যাবো বাবার সাথে। ফুলে,ফুলে ভরে দেবো, শহীদ মিনার তাকে।
চরনগুলো আলতো ছোঁয়ায়, রাখবো মাটির পরে।
স্নেহের খোকা ঘুমিয়ে আছে, বাংলা মায়ের বুকে। মায়ের ভাষা রক্ষা করে, দিলো খোকা প্রান। আজ আমি গাইবো তাই, আমার ভাইয়ের গান।
ভাষার জন্য প্রান দিল, শুধু মায়ের খোকা। সকল দেশ করছে স্মরন, আমার ভাইয়ের কথা।