আইন-আদালত

অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

January 05, 2021

মেহেরপুর নিউজ:

অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সজল নামের এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সজল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় সজলকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় অভিযোগ স্বীকার করায় তাকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২)ধারার বিধানমতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বারাদি পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।