মেহেরপুর নিউজ:
সরকারি আইন অমান্য করে অবৈধভাবে পুকুর কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের দুইদিন পর আবারও একই স্থানে পুকুর কাটার অপরাধে আবারো জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনী পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বায়েজিদ বোস্তামী নামের এক ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়। একইসাথে মাটিকাটা এক্সকেভেটরটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়। এসময় অবৈধ মাটি কাটার দায়ে সদর উপজেলার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বায়েজিদ বোস্তামীর নিকট থেকে১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে গত বৃহস্পতিবার একই পুকুর কাটার দায়ে পুকুর মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।