মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক খান ইন্তেকাল করেছেন।( ইন্না_____ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বোসপাড়ায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আব্দুর রাজ্জাক খান বেশ কিছুদিন যাবত লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে ছিলেন।আব্দুর রাজ্জাক খানের স্ত্রী, এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। আব্দুর রাজ্জাক খান মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।২০০৩ সালে তিনি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যান।
সোমবার রাত সাড়ে দশটায় মেহেরপুর শহীদ শামসুজোহা নগর উদ্যানে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।