ইতিহাস ও ঐতিহ্য

অবশেষে মেহেরপুর শহরের বড়বাজার চৌরাস্তার মোড়ে ঝুকিপুর্ন দ্বিতল ভবনটি অপসারনের কাজ শুরু

By মেহেরপুর নিউজ

June 03, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম নিউজ ডেস্ক:

বহুল চিহ্নিত মেহেরপুর শহরের বড়বাজার চৌরাস্তার মোড়ে বিট্রিশ আমলে নির্মিত অতি ঝুকিপুর্ন দ্বিতল ভবনটি ভেঙ্গে অপসারনের নির্দেশ পেয়ে অবশেষে মালিকপক্ষ আজ ২রা জুন বুধবার জরাজীর্ণ এ বিল্ডিং ভেঙ্গে অপসারনের কাজ শুরু করেছে।

জানা যায় ঝুকিপুর্ন এ ভবনটি বহু পুর্বেই গনপুর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেছিল এবং ১৬৫৫/১(২) নং স্মারকে প্রতিবেদনও দাখিল করে। কিন্তু মালিকপক্ষ  তাতে কর্ণপাত না করে বসবাস ও ব্যবসা বানিজ্য করে আসছিল। এমতাবস্থায় অতি ঝুকিপুর্ন এ বিল্ডিং ভেঙ্গে যে কোন মুহুর্তে জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় মেহেরপুর পৌরসভা কার্যালয় থেকে স্মারক নং ৩৪৩(৬)-২৩/৫/১০ তারিখে মালিক পক্ষ নোটিশ পেয়ে  অবশেষে  বিল্ডিংটি ভাঙ্গার কাজ শুরু করেছে।