মেহেরপুর নিউজ,২১ মে: অবশেষে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর বন্দরের মাঝামাঝি ভৈরব নদের দখল মুক্ত হয়েছে। শনিবার সকালে ভৈরব নদ পূর্ন খননের অংশ হিসাবে ঐ স্থানে খনন কাজ শুরু করা হয়েছে।
জানাগছে, রাজাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আবু সাঈদ .ভৈরব নদের প্রায় ১ কি.মি এলাকা জুড়ে নিজেদের দাবি করে সেখানে চাষাবাদ করে আসছিল। এদিকে ভৈরব নদ খননেন অংশ হিসাবে হিসাবে ঐ এলাকায় শুর করার প্রাককালে বাশপুতে এলাকা ঘিরে রেখেছিলেন শনিবার সকালে বিপুল পরিমান র্যাব পুলিশ উপস্থিত হয়ে খনন কাজ শুরু করা হয়। এদিকে দখল মুক্ত করে এ অংশের খনন কাজ শুরু হওয়ার পরপরই রাজাপুর গ্রামের মানুষ জন মিষ্টি কিনে একেঅপরকে খাওয়াতে শুরু করেন। এদিকে ভৈরব কাজ খনন কাজে নিয়োজিত নৌ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. বেলাল হোসেন বলেন, এটি সরকারী কাজ এখানে সরকারী কাজে কেও বাধা দিতে আসলে তার রিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।