অন্যান্য

অবশেষে মেহেরপুরে আষাঢ়ের বৃষ্টি (ভিডিও সহ)

By মেহেরপুর নিউজ

June 21, 2019

মেহেরপুর নিউজ, ২১ জুন: নীল নবঘনে অষাড় গগনে তিল ঠাই আর নাহি রে ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভরভর, কালি-মাখা মেঘে ও পারে আধাঁর ঘনিছে দেখ চাহি রে ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে …  … আকাশ আধাঁর বেলা বেশি আর নাহি রে ঝরঝর ধারে ভিজিবে নিচোল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেণুবন দুলে ঘনঘন পথপাশে দেখ চাহি রে ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কবিগুরু আষাড় কবিতার কথার সাথে মিল নাই আমাদের মেহেরপুরের আষাঢ়ের। কালি মাখা মেঘের আশায় আষাড়ের সাত দিন পার করেছি। এই বুষি দেখিব কালি-মাখা মেঘ। ঝরিবে ঝরঝর জল। অবশেষে আষাড়ের ৭ম দিনে সকাল থেকে কালি-মাখা মেঘ দেখে কবির সেই কবিতার কথা মনে দোলা দিল। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল। অবশেষে ঝরঝর শব্দে নীলগগন থেকে নেমে এল জলধারা। আধা ঘন্টার এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে জনমনে। কিন্তু ঘরের বাহিরে যেতে না দেওয়ার আহবান সে আহবান করা যাচ্ছে না কাউকে। তবুও বলতেই হয় অবশেষে.. আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে– আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।