মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর:
১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ফলে মেহেরপুর জেলার প্রায় ১৫ ট্রাক কাচামরিচসহ বিভিন্ন ধরনের শীতকালিন সব্জি নষ্ট হয়ে গেছে।মেহেরপুরে কাচামরিচের দাম একদিনের ব্যবধানে ১৫ টাকা কেজিতে নেমে এসেছে। অবরোধের ১ম দিনেই মেহেরপুর কৃষক ও ব্যবসায়ীরা প্রায় অর্ধকোটি টাকা ক্ষতির সম্মুখিন হয়েছে। জানা গেছে,সব্জি অধ্যুষিত মেহেরপুর জেলায় গত সোমবার রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা মেটানোর লক্ষ্যে মেহেরপুর থেকে ১৫ টাকা কাচা মরিচসহ ফুলকপি,পাতা কপি ও সিম নিয়ে ট্রাকগুলো রওয়ানা দেয়। রাতে ওই সমস্তকাচা মালামাল বোঝাই ট্রাক গুলো ইশ্বরদি থেকে ফেরৎ পাঠানো হয়।
এদিকে কাচা মরিচ ও সব্জি ফেরৎ আসায় ব্যবসায়ী ও চাষীরা প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়। গতকাল সোমবার ব্যবসায়ীরা চাষীদের ৪০টাকা কেজি দরে কাচা মরিচ কিনলেও আজ মঙ্গলবার বিকালে ব্যবসায়ীরা ১২/১৫ টাকা কেজি দরে কাচা কিনতে দেখা গেছে।
বড়বাজারের পল্লি সব্জি ভান্ডারের মালিক খলিলুর রহমান জানান, অবরোধের কারনে আমাদের মতো ছোট ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে তা পুষিয়ে উঠার মত নয়।
মেহেরপুর তহবাজহার ব্যবসায়ী সমিতর সভাপতি আবু হানিফ মেহেরপুর নিউজকেজানান,অবরোধের কারনে কৃষিপন্য যেমন পচে নষ্ট হচ্ছে। তেমনি ব্যবসায়ীরাও আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে।