ফারহানা তাসমিন হ্যাপি:
কিছু অপ্রাপ্তি থাকা ভালো তাতে তোমাকে পাওয়া হয় কিছু অপূর্ণতাও থাকা ভালো তাতে পূর্ণ হওয়া যায়। থাক না কিছু না পাওয়া আমার অপ্রাপ্তিতেই থেকো তুমি। থাকুক আমার একলা আকাশ সেখানে আর মেঘ না জমুক বৃষ্টির মতো ঝরিয়ে দিয়ে লাভ কি বল তোমাকে পেয়েও হারিয়ে। তার চেয়ে ভালো আমার অপ্রাপ্তি হয়েই থেকো তুমি। কত বছর কত যুগ পেরিয়ে যায় এই পৃথিবীর বুকে যাদের জোসনা দেখা হয় না চাঁদের আলোয় ভেজেনা মন। লাভ কি বল সে প্রাপ্তি নিয়ে? অথচ আমার সমস্ত জুড়ে থাকো তুমি তোমার না থাকা জুড়ে। কত বছর কত যুগ পেরিয়ে গেছে তোমাকে ভেবে ভেবে। চাঁদের আলোয় ভেজানো মন সৃষ্টি করেছে তোমাকে নিয়ে কত কবিতা কত গল্প জোসনা রাতের আলোয় ভেজানো গান। কত যে সৃষ্টি শুধু তোমাকে না পাওয়া নিয়ে। আমার সমস্ত শূন্যতায় পূর্ণ হয়ে রইবে তুমি তোমার না থাকা জুড়ে।